প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে রুহুল আমিন হাওলাদারের রিট


প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার। এছাড়া বিএনপির আরো তিন নেতা প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে রিট করেছেন।
এরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
রোববার (০৯ ডিসেম্বর) সকালে হাইকোর্টের পৃথক বেঞ্চে আপিল করেন তারা। রিট করা চার নেতার মনোনয়নপত্র ইসির শুনানিতে বাতিল ঘোষণা করা হয়।
পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার (৭ ডিসেম্বর) আপিলের শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।
এরপর এক ব্রিফিংয়ে রুহুল আমিন হাওলাদারের আইনজীবী আবদুল বাসেত মজুমদার সাংবাদিকদের বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।’
এদিকে, হাওলাদের স্ত্রী নাসরিন জাহান রতনার বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করেছেন নির্বাচন কমিশনাররা। ফলে রতনার প্রার্থিতা বৈধ বলে গণ্য হলো।