নৌকা প্রার্থীকে বিজয়ের

লক্ষেনাগরপুরে সদর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৭ পিএম, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮ | ৪৫৭

আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)আসনে জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু কে বিজয়ের লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে নাগরপুর সরকারী কলেজ প্রঙ্গণে এ বর্ধিত সভার আয়োজন করে। সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.লিয়াকত সিকদারের পরিচলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার ,জেলা আওয়ামীলীগের সদস্য ও চেয়ারম্যান মো. দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো. এ্যাড. বুলবুল আহাম্মেদ,সাবেক সাধারন সম্পাদক মো. মুলতান উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো.কুদরত আলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো.আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন,মো. কামরুজ্জামান মনি, আব্দুল আলিম দুলাল প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে শনিবার সকালে ভারড়া ইউনিয়ন (পূর্ব) আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিতা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামীলীগের প্রার্থী আহসানুল ইসলাম টিটু।

এসময় বক্ততারা বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামীলীগের প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ের লক্ষে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হলে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্ততারা আরো বলেন, নির্বাচনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।