ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা আজ


ঐক্যফ্রন্টের অন্যতম বড় দল বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২০৬টি আসনে শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বাকি আসনগুলো ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটভুক্ত রাজনৈতিক দলগুলোকে ছেড়ে দিয়েছে দলটি। এরইমধ্যে ঐক্যফ্রন্ট তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।
শনিবার(৮ ডিসেম্বর) ঐক্যফ্রন্টের ঐক্যফ্রন্টের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপি’র মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।
তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু বিএনপির গুলশান কার্যালয়ে এসে পৌঁছেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেখানে উপস্থিত রয়েছেন। গুলশান কার্যালয় থেকে তালিকা নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।