মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী

মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৪ পিএম, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮ | ৫১৭

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে সাবেক সাংসদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত ভাবে মনোনীত করা হযেছে। শুক্রবার বিকেলে ঢাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এর আগে মির্জাপুর আসনে বিএনপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. সাইদুর রহমানকে মনোনয়নের চিঠি দেয়।

ঢাকার পল্টন থানার নাশকতার একটি মামলায় গত ৬ নভেম্বর পুলিশ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে গত ১১ নভেম্বর আদালতে হাজির করলে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। তিনি গত বৃহস্পতিবার

বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।

আবুল কালাম আজাদ সিদ্দিকী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুনের নির্বাচনে সাংসদ নির্বাচিত হন।