ভোটকেন্দ্রে মহাজোট-ঐক্যফ্রন্টের পাল্টাপাল্টি অবস্থানের ঘোষণা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮ | ৩৮৬

একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিনে ঐক্যফ্রন্ট নেতাদের ভোটকেন্দ্রগুলো পাহারা দেয়ার ঘোষণার পাল্টা জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: তারা কেন্দ্র পাহারা দিলে আমরাও কেন্দ্র রক্ষা করব।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী পরিচালনা কমিটির মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: আমাদের যারা প্রতিপক্ষ তাদের সব থেকে বড় হাতিয়ার ষড়যন্ত্র। তারা যে কোনো সময় ষড়যন্ত্রের ঘৃণ্য খেলায় মেতে ওঠতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। নির্বাচনে তারা কেন্দ্র পাহারা দেবে। আমাদের কেন্দ্র রক্ষা করতে হবে।

বাংলাদেশের মানুষ কি এত বোকা? তারা পাহারা দিতে আসবেন আমরাও কেন্দ্র রক্ষা করব।

ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেন তারেক জিয়ার কথায় পরিচালিত হচ্ছেন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: ড. কামাল হোসেন বিএনপির রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি এখন নির্বাচন করছেন না। তাহলে ওনার নেতা কে? পলাতক দণ্ডিত আসামি তারেক জিয়া। তারেক রহমানের নির্দেশে কামাল হোসেন সাহেব এখন কথা বলেন। তার নিজস্ব কোন কথা নেই। তারেক রহমানের নির্দেশে কামাল হোসেন পরিচালিত হচ্ছেন।