মির্জাপুরে চান মিয়া হত্যার অভিযোগপত্র দাখিল প্রধান আসামী

বহুরিয়া ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮ | ৪২০

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বুধিরপাড়া গ্রামের চাঞ্চল্যকর চান মিয়া হত্যার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে থানা পুলিশ। এই অভিযোগপত্র বিজ্ঞ আদালত আমলে নেয়ায় মামলার প্রধান আসামী বহুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. ইফতেখার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ দেয়া হয় বলে বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক নিশ্চিত করেন।

জানা গেছে, ২০১৫ সালের ২০ এপ্রিল মির্জাপুর উপজেলার বহুরিয়া ও বুধিরপাড়া গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে বুধিরপাড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে চান মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। এই ঘটনায় নিহতের ছেলে আব্দুল আজিজ বাদি হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার আসামী আব্দুস সামাদ পরবর্তীতে ২০১৬ সালের ১৬ এপ্রিল বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নির্বাচিত হন। হত্যার ঘটনায় সম্পৃক্তের প্রমাণ পাওয়ায় মির্জাপুর থানা পুলিশ ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদকে আসামী রেখে সম্প্রতি মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এই প্রতিবেদন বিজ্ঞ আদালত আমলে নেয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।

এব্যাপারে বরখাস্তকৃত চেয়ারম্যান আব্দুস সামাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন দুই গ্রামের সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেননা। তাকে মামলার আসামী করা মানে একটি ষড়যন্ত্র।