টাঙ্গাইলে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলে ২৭ তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে শহরের পুরাতন বাসস্টান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারী শিশু পরিবার বালিকা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল হামিদ। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. শরিফ হোসেন খান, জেলা সমাজ কল্যানের সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রতিবন্ধী প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।