শান্তিচুক্তির ২১ বছর; খাগড়াছড়ি মাতাবেন সোলস

এম শাহীন আলম
প্রকাশিত: ১০:২৫ এএম, রোববার, ২ ডিসেম্বর ২০১৮ | ৩৭২

পার্বত্য শান্তিচুক্তি বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার সরকারের ঐতিহাসিক বিজয়গুলোর মধ্যে অন্যতম মহান বিজয়।

পার্বত্য অঞ্চলের সমস্যা বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকেই এ অঞ্চলে বিদ্যমান ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে এ সমস্যা আরও ঘনীভূত হয়। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা সরকারই পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের সাফল্যের দাবীদার।

শেখ হাসিনার গভীর রাজনৈতিক প্রজ্ঞা ও রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতার কারণে সম্ভব হয়েছিল পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন।

শেখ হাসিনা সরকার তথা বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষ থেকে জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা ১৯৯৭ সালের ২ রা ডিসেম্বর দীর্ঘ কাঙ্ক্ষিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।

সেই শান্তিচুক্তির ২১ বছর উপলক্ষে পাহাড় মাতাতে আসছেন ব্যন্ড শিল্পী সোলস। তার কণ্ঠের অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। তার হাত ধরে তৈরি হয়েছে এ সময়ের বেশ ক’জন কণ্ঠশিল্পী এবং সঙ্গীত পরিচালক।এক কথায় ক্যারিয়ারের শুরু থেকে জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে আসছেন এই শিল্পী।

এদিকে আজ ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে গানে গানে দর্শক-শ্রোতাদের মাতাতে যাচ্ছেন সোলস।

খাগড়াছড়ি রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদ কতৃক আয়োজিত এ কনসার্টটি পাহাড়ের সবচেয়ে বড় কনসার্ট। এ উপলক্ষ্যে ব্যাপক আয়োজনও হাতে নেয়া হয়েছে।