নাগরপুরে মুক্তিযোদ্ধা দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪০ পিএম, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮ | ৪১২

মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযোদ্ধা দিবস ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. আজিজুল হক বাবুর পরিচলনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু, জেলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মুলতান উদ্দিন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন মোল্লা, সহকারী কমান্ড (সাংগঠনিক) টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ড মো. জয়নাল আবেদীন ফারুক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডর উপদেষ্টা আছাদ মাহামুদ, মুক্তিযোদ্ধা সন্তান মো. মাইদুল ইসলাম জিপু, স্বাধীনা আক্তার প্রমুখ।

বক্ততারা তাদের বক্তব্যে এ সময় বলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিয়ষক সম্পাদক আহসানুল ইসলাম টিটুকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

এ সময় উপজেলার ১২ ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধারাসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।