সাপ্তাহিক পূর্বাকাশ সংবাদদাতাদের বার্ষিক সম্মিলন


সাতদিনের খবরের কাগজ সাপ্তাহিক পূর্বাকাশ সংবাদদাতাদের বার্ষিক সম্মিলন গত ৩০ নভেম্বর টাঙ্গাইল শহরের আকুরটাকুরের কাকলী কুঞ্জ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সকালে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ষাটের দশকের অন্যতম কবি ও মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। সভাপতিত্ব করেন পূর্বাকাশ সম্পাদক এডভোকেট খান মোহাম্মদ খালেদ। পূর্বাকাশের বার্তা সম্পাদক কথাসাহিত্যিক রাশেদ রহমানের সঞ্চালনায় প্রথম অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন পূর্বাকাশ-এর ফিচার এডিটর কবি মাহমুদ কামাল, কৃষিবিদ ফরহাদ আহম্মেদ, অধ্যাপক তরুণ ইউসুফ, সাংবাদিক কেএস রহমান শফি, পূর্বাকাশ-এর চিফ রিপোর্টার কামনাশীষ শেখর, আদালত প্রতিবেদক আবু রায়হান খান ও মোহাম্মদ কামাল হোসেন।
দ্বিতীয় অধিবেশনে সংবাদ লেখার কলা-কৌশল নিয়ে আলোচনা করেন রাশেদ রহমান। বক্তব্য রাখেন সন্তোষ কুমার দত্ত, আশিকুর রহমান পলাশ, অরণ্য ইমতিয়াজ প্রমুখ। এ অধিবেশনে সভাপতিত্ব করেন কবি মাহমুদ কামাল।
পরে পূর্বাকাশ-এর বর্ষসেরা রিপোর্টার হিসেবে পত্রিকার মনোয়ারা খানম স্মৃতি পদক দেয়া হয় জ্যেষ্ঠ প্রতিবেদক অরণ্য ইমতিয়াজকে। একই সাথে পূর্বাকাশ-এর চারজন সংবাদদাতাকে সেরা সাংবাদিক হিসেবে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন সখীপুরের স্টাফ রিপোর্টার মামুন হায়দার, দেলদুয়ার সংবাদদাতা আমিনুর রহমান খান, বাসাইল সদর সংবাদদাতা এনামুল করিম বিজয় ও ভুঞাপুর চরাঞ্চল সংবাদদাতা শফিকুল ইসলাম শাহীন।