বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ এর ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী

আবু কাওছার আহমেদ
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮ | ৫২০

টাঙ্গাইল বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ এর ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ৯৬ ব্যাচের সকল শিক্ষার্থীরা বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের করে।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সকল শিক্ষার্থীরা কেক থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করে।

বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আনন্দ মোহন দে এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. সাবেক মহাব্যবস্থাপক ডা. আজিজুল রহমান রাজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, বিশিষ্ট চিকিৎসক ডা. শম্ভু নাথ চক্রবর্তী, দৈনিক প্রথম আলো টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর।

আলোচনা শেষে অতিথি ও শিক্ষার্থীদের কেস্ট প্রদান, র‌্যাফেল ড্র ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।