ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭ | ৪৮১

টাঙ্গাইলের বাসাইলে এক ফিলিং স্টেশন ও ৫ মিষ্টির দোকানদারকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না বলেন, ওজনে কম দেয়ার অপরাধে বাসাইল বাজারের মামা ভাগ্নে মিষ্টান্ন ভান্ডারের মালিক ইন্তাজ আলীকে ১হাজার, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের মালিক প্রদীপ কুমার সাহাকে ১ হাজার, ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক বিপ্লবকে ১ হাজার, ময়না মিষ্টান্ন ভান্ডারের মালিক জাহিদ হাসান মঞ্জুকে ২ হাজার, পোড়াবাড়ির চমচম মিষ্টান্ন ভান্ডারের মালিক ইব্রাহিমকে ১ হাজার ও কাশিল বটতলা এলাকায় একেকে ফিলিং স্টেশন (তেল পাম্প) মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।