মনোনয়ন দাখিল করলেন মির্জা ফখরুল ও রমেশ


একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও এ আসনে আরও ৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রমেশ চন্দ্র সেন সহ অন্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।
এছাড়াও ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আব্দুল জব্বার, ইসলামী ঐক্যজোট থেকে মো. রফিকুল ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) থেকে বলরাম গুহ ঠাকুরতা।
এদিকে ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগ থেকে আলহাজ্ব দবিরুল ইসলাম সহ মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে ইয়াসিন আলীর ইয়াসিন আলী সহ মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন।