বালিয়াকান্দিতে মনোনয়ন পত্র জমা দিলেন জিল্লুল হাকিম ও নাসিরুল হক সাবু


রাজবাড়ীর ২ আসনের জন্য বালিয়াকান্দিতে মনোনয়ন পত্র জমা দিলেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ নাসিরুল হক সাবু।
বুধবার বিকালে তারা পৃথক ভাবে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটারিং অফিসার মোঃ মাসুম রেজার কাছে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র জমা দেন।
বিকাল সোয়া ৩ টার দিকে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ নাসিরুল হক সাবু জেলা বিএনপির উপদেষ্টা শাজাহান মিয়া টগর, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার রফিকুদ্দৌলা বাবলু, সাধারন সম্পাদক খন্দকার মশিউল আযম চুন্নু, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন খান ও জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মনিরুজ্জামান বাবুকে সাথে নিয়ে মনোনয়ন পত্র জমাদেন এবং বিকাল ৪ টার দিকে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ হান্নান মোল্যা, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক সামছুল আলম সূফি, যুগ্ন-সাধারন সম্পাদক একেএম ফরিদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরজ, সাধারন সম্পাদক হাসান আলী বিশ^াসকে সাথে নিয়ে মনোনয়ন পত্র জমাদেন।