মধুমতি ডিজিটাল এজেন্ট পয়েন্ট উদ্বোধন

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭ | ৪৭৬

টাঙ্গাইলের নাগরপুরে মধুমতি ডিজিটাল পয়েন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মধুমতি ব্যাংক লিমিটেডের উদ্যোগে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মো. আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রধান অতীথি ছিলেন, মধুমতি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান,বোর্ড অফ ডিরেক্টর মো. হুমায়ুন কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটি বোর্ড অফ ডিরেক্টর ব্যারিষ্টার শেখ ফজলেনুর তাপস এমপি,মধুমতি ব্যাংক লিমিটেডের ডিরেক্টর ভাইস-চেয়ারম্যান বোর্ড অফ ডিরেক্টর মো. শেখ সালাউদ্দিন,চেয়ারম্যান , ডিরেক্টর মো. সালাউদ্দিন আলমগীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারঃ) মো. শামসুজ্জোহা সহ স্থানীয় ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও সুধী মহলের প্রতিনিধিরা।