ঠাকুরগাঁওয়ে ঘরের বেড়া কেটে জাল চুরি

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৭ পিএম, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮ | ৫৩৩
জেলা সদরের রুহিয়া থানার সেনিহারী গ্রামে বসত ঘরের বেড়া কেটে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারী গ্রামের (সরকার পাড়া) মো: আব্দুল ওয়াহাবের শোবার ঘরের বেড়া কেটে মাছ মারা দুটি জাল (ফিকা জাল) চুরি করে নিয়ে যায় চোর। চুরি যাওয়া জালের মুল্য ৭ হাজার টাকা হবে বলে জানান আব্দুল ওয়াহাব।

তিনি আরো বলেন, চোর আমার ঘরের দরজায় বাইরে থেকে শিকল লাগিয়ে তার দিয়ে বেধে দেয়, যেন আমরা টের পেলে বের না হতে পারি। চোরের ব্যবহ্যত একটি ধান কাটা দা (কচিয়া) বাড়ীর আংগিনায় ফেলে রেখে যায়।

এ বিষয়ে রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।