জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে

টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকার মাঝি ছানোয়ার হোসেন

পারভেজ হাসান
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮ | ১৪৯০

অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীর চিঠি হাতে পেয়ে জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামীলীগের নৌকার মাঝি হলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের এলাকায় জনপ্রিয়তা এবং জনমত জরীপের ভিত্তিতে অবশেষে বর্তমান এমপি মোঃ ছানোয়ার হোসেন দ্বিতীয় বারের মত আওয়ামীলীগের নৌকার টিকিট হাতে পেলেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কায় বিজয়ী হয়ে ২৯ জানুয়ারি প্রথমবারের মতো আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন সংসদ সদস্য হিসেবে শপথ নেন ।

বন্ধুর পথ পাড়ি দিয়ে সব সূচকে অগ্রগতি,সাফল্য আর উন্নয়নের ফানুস উড়িয়েই টানা দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

এই আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন এর নেতৃত্বে টাঙ্গাইল সদর উপজেলায় প্রতিটি ইউনিয়নে অভাবনীয় উন্নয়ন হয়েছে। প্রতিটি উন্নয়ন আজ দৃশ্যমান এবং সকলে কাছে প্রশংসিত হয়েছে। এসময় উন্নয়ন চিত্র লক্ষ করা যায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও তথ্যপ্রযুত্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ বিভিন্ন খাতে। এই উন্নয়ন ফলে টাঙ্গাইল সদর উপজেলা মানুষের নিকট তিনি সাদা মানুষ হিসাবে পরিচিত লাভ করেছে।

তৃণমুলে সবাই মনে করেন, এ সবকিছুই সম্ভব হয়েছে ছানোয়ার হোসেনের সৎচরিত্র, দৃঢ়চেতা ও সাহসী মনভাবের কারণে। এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিনি বিপুল পরিমানে ভোটে জয়ী হয়ে টাঙ্গাইল সদর উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এমনটা প্রত্যাশা সবার ।

জোটভিত্তিক নবম সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম। ঋণ খেলাপী হয়ে তিনি সে সময় সংসদ সদস্য পদ হারান। সে থেকেই জাতীয় পাটির টাঙ্গাইল-৫ (সদর) টি পুনরায় ফিরে পেতে চেষ্টা করছে।

অবশেষে জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামীলীগের মনোনীত চুড়ান্ত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন মনোনয়নের চিঠি নিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকা মার্কা নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল-৫ সদর আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৬৫২ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮৮ হাজার ৫০৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৪৮ জন।