বাগেরহাটে মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

বাগেরহাট সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৬ পিএম, রোববার, ২৫ নভেম্বর ২০১৮ | ৪১০

'সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮।

রবিবার সকাল ১১টায় উপজেলা সমবায় অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে সমবায় কার্যলয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো. তরফদার তৈয়েবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ আলম হাওলাদার, মুক্তিযোদ্ধা হাফেজ ইউনুছুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. নূরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বনলতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মনির হোসেন রাজ্জাক, তাজ বহুমুখী সমবায় সমিতির জাহিদুর রহমান, লিয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সম্পাদক মামুনুর রহমান টুটুল, মো. মহিদুর রহমান প্রমুখ।