কক্সবাজার -১ আসনে মনোনয়ন পেয়ে জাফর আলম

এম,জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০৭:২২ পিএম, রোববার, ২৫ নভেম্বর ২০১৮ | ৪৩০
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র (সোনার হরিণ) জাফর আলম বি এ(অনার্স) এম এ সাহেবের হাতে পৌঁছেছে। আজ ২৫ নভেম্বর সকাল ১১টা ২০ মিনিটের সময় এই পত্র হাতে পেয়েছেন তিনি।
 
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচন করার জন্যে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম নিয়েছিলেন ২৮ জন আওয়ামী লীগ নেতা। তাদের ভিতর থেকে জনপ্রিয়তায় শীর্ষে থাকা আলহাজ্জ্ব জাফর আলম এম এ কে দলীয় ভাবে চুড়ান্ত মনোনয়ন দিলেন আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকাংখিত এই মনোনয়ন পত্র হাতে পেয়ে জাফর আলম বলেন, অালহামদুলিল্লাহ।
 
তিনি বলেন, এই মাত্র (কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়ার) চুড়ান্ত ভাবে অাওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকার জনগণের ভালবাসার মূল্যায়ন করে আমাকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন। তাই আমি ওনার প্রতি কৃতজ্ঞ।
 
এখন আমি দলীয় নেতা-কর্মী সকলকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন যজ্ঞ্যের অসমাপ্ত কাজের সমাপ্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আবারও মহাজোট সরকার কে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিতে উদ্বুদ্ধ করবো। তিনি আরও বলেন, আমার চকরিয়া-পেকুয়ার জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর ভালবাসার প্রতিদান স্বরূপ আমাকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ্।