জাপাকে ৩৬ আসন দিলো আওয়ামী লীগ


৭০টি আসন চাইলেও আওয়ামী লীগের সবচেয়ে বড় মিত্র জাতীয় পার্টিকে (জাপা) একাদশ জাতীয় নির্বাচনে থেকে ৩৬টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। রোববার সকালে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছে, শেষ পর্যন্ত ৩৬টি আসনে লাঙ্গলের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
‘আর অন্য শরিকদের বিষয়েও একরকম সিদ্ধান্ত হয়ে গেছে। রোববার সকালেই সব জানানো হবে। একই সঙ্গে অাওয়ামী লীগের প্রার্থীদেরও নাম ঘোষণা করা হবে।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, রোববার দলের প্রার্থী তালিকা জানানো হবে।
দলের দপ্তর সম্পাদক ড. আবদুর সোবাহান গোলাপের নেতৃত্বে মনোনয়ন প্রাপ্তদের জন্য চিঠি প্রস্তুত করা হচ্ছে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত ২২০টি আসনের প্রার্থী জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে৷ রাতের মধ্যে বাকিগুলাও প্রস্তুত হয়ে যাবে৷
আপাতত আওয়ামী লীগ ৩০০ আসনে মনোনয়ন চিঠির দিলেও তার সঙ্গে প্রত্যাহারপত্রও নিয়ে রাখবে। শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনগুলোতে প্রত্যাহারপত্র আগেই নেওয়া হবে।