ঠাকুরগাঁওয়ে নববধুর আত্মহত্যা


পারিবারিক কলহের জেরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মুনমুন বেগম (২০) নামে এক নববধু গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার সকালে উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের বাজারদেহা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রায় ২ মাস আগে উপজেলার কোষারানীগঞ্জ গ্রামের আফিজউদ্দীনের ছেলে সাফিউলের সাথে উপজেলার দৌলতপুর গ্রামের শহিদুলের মেয়ে মুনমুনের বিয়ে হয়। এর পর স্বামী ও শ্বাশুড়ির সাথে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে প্রায় ঝগড়া ঝাটি হত।
শনিবার সকালে বাড়ির লোকজন বাইরে কাজ করতে গেলে মুনমুন শয়ন ঘড়ের তীরের সাথে ওরনা দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পরে বাড়ির লোকজন এসে ফাঁস থেকে মুনমুনের মরদেহ নামায়।
বিকালে মুনমুনের মা লায়লাতুন থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, মুনমুন অত্যন্ত চালাক চতুর মেয়ে। তার আত্মহত্যা করার কথা নয়। এটি রহস্যজনক।
মুনমুনের মা লায়লাতুন বিকাল সোয়া ৪ টায় মুঠোফোনে বলেন, এখন পুলিশের সাথে আছি। কিছু বলতে পারবো না।
পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, পারিবারিক কলহে মুনমুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার মা থানায় অভিযোগ দিয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।