সাংবাদিক রফিকুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত


ঠাকুরগাঁওয়ের প্রয়াত সাংবাদিক রফিকুল ইসলামের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ নভেম্বর) বিকাল ০৪ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এ অনুষ্ঠান হয়। প্রয়াত সাংবাদিক রফিকুল ইসলাম দৈনিক ইনকিলাব পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি ছিলেন এবং তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক রফিকুল ইসলামের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু, সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, প্রবীণ সাংবাদিক আখতার হোসেন রাজা, আব্দুল লতিফ, শাহিন ফেরদৌস, গোলাম সারোয়ার সম্রাট, এসএম জসিম উদ্দীন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক রফিকুল ইসলাম একজস ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় সাংবাদিকদের সুখ দুঃখের সাথী ছিলেন। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক আমিন।
আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক রফিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক রফিকুল ইসলাম ইন্তেকাল করেন।
আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক রফিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক রফিকুল ইসলাম ইন্তেকাল করেন।