সখীপুরে মানব পাচার মামলায় তিন প্রাচারকারী গ্রেফতার


টাঙ্গাইলের সখীপুরে মানব পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সখীপুর পৌরসভার সৌখিনমোড় এলাকার মৃত মোজাফ্ফর আলীর ছেলে মজিবুর রহমান (৬০), পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আলতাব হোসেন আল-আব্বাসীর ছেলে নাসির আহম্মেদ আব্বাসী (২৪) এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকার মৃত সাগর আলীর ছেলে মো. শাহজাহান আলী (৩৫)। এর আগে আনিসুর রহমান নামে এক ব্যাক্তি গ্রেফতারকৃতসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মানব পাচারের অভিযোগ এনে সখীপুর থানায় মামলা করেন।
সখীপুর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফুল কবীর বলেন, মানব পাচারের মামলায় ৩ জনকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্ঠা চলছে।