চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ

আলোকিত প্রজন্ম
প্রকাশিত: ০৫:০৮ পিএম, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭ | ৫৮৯

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসা নিতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টায় বিজি- ৮৪ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুপুরে জানানো হয়, মেডিকেল চেকআপের জন্য সাত দিন সিঙ্গাপুর অবস্থান করবেন পার্টির চেয়ারম্যান।
এরশাদের সফর সঙ্গী হিসেবে আছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু, সংসদ সদস্য নাসরিন জাহান রতনা, মেজর খালেদ আখতার (অব.), চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সটু, পার্টির ভাইস চেয়ারম্যান আমানত হোসেন আমানত এবং কেদ্রীয় নেতা ড. মেহজুবুন্নেসা রহমান প্রমুখ।

বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, সৈয়দ আবু হাসান বাবলা, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টপা, ফখরুল ইমাম, এসএম আবদুল মান্নান, সুনীল শুভ রায়, তাজুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।