নাগরপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা


টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সাথে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইউএনওর সভাকক্ষে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। নবাগত ইউএনও সৈয়দ ফয়জুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াসমিন আক্তার জোৎসা, ইউপি চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা অ্যাড. দাউদুল ইসলাম দাউদ, মো. সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সূজায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল, অধ্যক্ষ (অব:) মো. শাহআলম মিয়া, প্রধান শিক্ষক (অব:) শম্ভু নাথ সাহা, মাধ্যমিক শিক্ষক সমিতরি সভাপতি মো. ফরহাদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. হারুন অর রশিদ নাগরপুর, টাঙ্গাইল।