৮০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৯ পিএম, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭ | ৭১৯

টাঙ্গাইলের মির্জাপুরে আটশ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার রাত দেড়টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের শাজাহান মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া, মানিকগঞ্জের হরিরামপুর থানার ঝিটকা গ্রামের রতন মিয়ার ছেলে সাইদুর রহমান এবং একই জেলার সাটুরিয়া থানার ভাটরা গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে আলমগীর হোসেন।

পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকা থেকে মাদক নিয়ে এসে এই এলাকায় বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান, এসআই শফিকুল আলম, এসআই কমল, এএসআই রফিক ও বাশারের নেতৃত্বে পুলিশ মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের নামে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।