ঠাকুরগাঁওয়ে দীপ্ত টিভির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪২ পিএম, রোববার, ১৮ নভেম্বর ২০১৮ | ৪৬১

ঠাকুরগাঁওয়ে কেক কেটে আলোচনা সভার মাধ্যমে দীপ্ত টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (১৮ নভেম্বর) দুপুরে দীপ্ত টিভি দর্শক ফোরামের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম।

পরে এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার আল-আসাদ মো: মাহফুজুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ৭১ টিভির জেলা প্রতিনিধি আবু তোরাব মানিক , দীপ্ত টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি শামসুজ্জুহা প্রমুখ।

এসয় ঠাকুরগাঁও জেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দীপ্ত টিভির সফলতা কামনা করেন।