জাতীয় সংসদ নির্বাচন

নাটোরে তরুণ নেতৃত্বের দাবীতে ছাত্রদের মানববন্ধন

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৮ পিএম, রোববার, ১৮ নভেম্বর ২০১৮ | ৪৯৭

নাটোরে তরুণ নেতৃত্বের দাবীতে ছাত্ররা মানববন্ধন করেছে। রোববার নাটোর সদর ও নলডাঙ্গা নিয়ে গঠিত নাটোর-২ আসনে ছাত্রলীগের এক সাবেক নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবীতে মানববন্ধন বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ব্যনার ফেস্টুন নিয়ে ওই মানববন্ধনে অংশ নেয়।

তারা দাবী করে তরুণদের ভোট নিতে হলে জাতীয় সংসদ নির্বাচনে তরুণদেরও মনোনয়ন দিতে হবে। মানববন্ধন থেকে তারা জানায়, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক ছাত্রনেতা এস এম জাকারিয়া বুলবুল এবারে আওয়ামী লীগ থেকে নাটোর-২ আসনে মনোনয়ন চেয়েছেন। তিনি এখন নাটোর বাউয়েটের একজন ইংরেজী শিক্ষক।

উচ্চ শিক্ষিত তরুণ এই ছাত্র নেতাকে মনোনয়ন দেয়া হলে পুরাতন ভোটাদের পাশাপাশি তরুণ ভোটাররা অনেক বেশী আগ্রহ নিয়ে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করে আনতে পারবে বলে তারা আশা করছে।