পুটখালীতে স্বর্ণের বার ও ফেনসিডিলসহ দুই পাচাকারী আটক


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোরের বেনাপোলের পুটখাল সীমান্তের পূর্বপাড়া থেকে ১ কেজি ২শ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার সহ আব্দুর রহিম (২৪) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আব্দুর রহিম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পূর্বপাড়ার মোঃ ইউসুফ আলীর ছেলে।বুধবার বিকালে সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
এসময় অভিনব কৌশলে পাচারকালে ১২০বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।জব্দ করা হয় একটি বাই সাইকেল ও ইজ্ঞিন ভ্যান। আটক করা হয় পাচারকারী মিলন হোসেনকে। সে বেনাপোল দিঘিরপাড় কেলোরকান্দা গ্রামের মোস্তফার ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর সৈয়েদ সোহেল আহম্মেদ জানায়, গোপন খবরের ভিত্তিতে ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালী গ্রামের পূর্বপাড়া সীমান্ত থেকে সোনার চালানসহ রহিমকে আটক করা হয়।তার শরীর তল্লাশি করে ১২ টি সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। আটক দুই পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
/নাজমুল হোসেন