বিএনপি’র মনোনয়ন নিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হালিম


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪(কালিহাতী) আসন থেকে বিএনপি’র দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা। তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ও ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কালিহাতী উপজেলা বিএনপি নেতা।
বিশাল শো-ডাউন ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ ইনফাত এবং সাধারন সম্পাদক সাদেক খানসহ বিএনপি’র নেতৃবৃন্দকে সাথে নিয়ে সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় এসে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচিত হয়ে ১৩৩ টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের মানুষের জন্য কাজ করতে চাই উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা বলেন, বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছে। আমিও তার শরিক হয়ে নির্বাচনে প্রার্থী হতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে যাচ্ছি। তাই আমার বিশ্বাস এই আসনটি বিপুল ভোটে জয়ের মাধ্যমে ম্যাডামকে উপহার দিতে পারব।