কালিহাতীতে মা সমাবেশ

শেখ হাসিনা স্বাস্থ্য সেবাকে জনগনের কাছে পৌঁছে দিয়েছে -সোহেল হাজারী

শুভ্র মজুমদার
প্রকাশিত: ০৭:০৯ পিএম, রোববার, ১৫ অক্টোবর ২০১৭ | ৪৪২

বাণিজ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের এমপি আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী বলেছেন, শেখ হাসিনার সরকার স্বাস্থ্য সেবাকে জনগনের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছে আর বিএনপি-জামায়াত সরকার বাংলাদেশের হাজার হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। সেই বন্ধ করা ক্লিনিকে আপনারা মায়েরা স্বাস্থ্যসেবা সহ ঔষধপত্র বিনামুল্যে পাচ্ছেন।

এমনকি শেখ হাসিনা সরকার গর্ভবতী মাকেও আজ ভাতা দিচ্ছে তার অনাগত সন্তানের স্বাস্থ্যের ও পুষ্টির কথা চিন্তা করে। কাজেই শেখ হাসিনা সরকার, বার বার দরকার। তিনি রবিবার সকাল ১১ টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজার স্কুল মার্কেটে বল্লা ইউনিয়ন পরিষদ আয়োজিত ও পার্টনাস ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)’র বাস্তবায়নে এবং ইউনিসেফ ও কোইকা’র সহযোগিতায় মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চান মামুদ পাকির আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ তোতা, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল জলিল, স্বাস্থ্য পরিদর্শক চন্ড্রী চরণ, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাখ্খারুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু, কালিহাতী উপজেলা সমন্বয়কারী আমিনুর ইসলাম, বল্লা কমিউনিটি ক্লিনিকের প্রধান কর্মকর্তা আবদুস সাত্তার, উপ-পরিদর্শক ফরিদা পারভিন প্রমুখ।

বিশেষ অতিথি ডাঃ বেলায়েত হোসেন তার বক্তব্যে বলেন, বর্তমানে গর্ভবতী মায়েদের ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রেই ডেলিভারী করানো হচ্ছে। কোন অবস্থাতে বাড়িতে অদক্ষ দায় দ্বারা ডেরিভারী করাবেন না।

জরুরী ভিত্তিতে স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসবেন। অন্যান্য বক্তরা স্থানীয় এমপির নিকট বল্লা-রামপুর-কালিহাতী পৌরসভায় গ্যাস সংযোগের দাবী তুলে ধরেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারী করানোর উৎসাহ প্রদানের অংশ হিসেবে অনুষ্ঠানে একজন দুস্থ্য গর্ভবতী মাকে ৩ হাজার টাকা প্রদান করা হয়।