নির্বাচন পেছানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাবে ঐক্যফ্রন্ট

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ | ৪৩২

নির্বাচন পেছানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ড.কামাল হোসেনের নেতৃত্বে স্টিয়ারিং কমিটির সদস্যরা আগামীকাল দুপুর ১২টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন বলে জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন: আমরা মনে করি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিতে পারেনি নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হয়, এ কমিশন তা করেনি। তা না করেই ৩০ ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেছে। এতে আমরা খুব হতাশ হয়েছি।

তিনি বলেন: আমরা যে দাবি করেছি, নির্বাচন এক মাস পিছিয়ে দেয়ার জন্য, তা অত্যন্ত জরুরি। ৩০ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন। তা ছাড়া নববর্ষ। এসময় সবাই ব্যস্ত থাকবে। বড়দিন পালন করা হবে। তাছাড়া এসময় নির্বাচন হলে আমরা যে নির্বাচনে বিদেশ পর্যবেক্ষকদের অংশগ্রহণ চাইছি তাদের আসার সুযোগ থাকছে না।

‘একারণে আমাদের দাবিসহ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল দুপুর ১২টায় ড. কামাল হোসেনসহ নির্বাচন কমিশনে যাবো।’

বিতর্কিত প্রশাসনিক কর্মকর্তাদের সরাতে ডিসি/এসপি/ টিএনও/ রিটার্নিং কর্মকর্তাদের বিষয়ে ইসির হস্তক্ষেপ চাইবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।

বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, ১৭ নভেম্বর টাঙ্গাইলে মওলানা ভাষানীর কবর জিয়ারত করতে যাবে। ওইদিন বিকালে টাঙ্গাইলে কৃষকশ্রমিক জনতা লীগের সমাবেশ হতে পারে।

এসময় বিএনপি মহাসচিব আরো বলেন, আগামী ১৬ নভেম্বর ড. কামাল হোসেন দেশের প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সাথে মত বিনিময় করবেন। এরপর টিভি মিডিয়ার সঙ্গে বসবেন।

প্রতীক বরাদ্দ এবং আসন বণ্টন বিষয়ে জানতে চাওয়া হলে ফখরুল বলেন, আসন ভাগাভাগি ও প্রতীক নিয়ে পরে আলোচনা হবে। এখনও ঠিক হয়নি।