সাংবাদিক আঃ মান্নান নীলফামারী জেলার শ্রেষ্ঠ করদাতা

নীলফামারী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৬ পিএম, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ | ৪৫৯
নীলফামারী জেলা রিপোটার্স ফোরামের সাধারন সম্মাদক সাংবাদিক আব্দুল মোন্নাফ নীলফামারী জেলার শ্রেষ্ট করতাদা নির্বাচিত হলেন।
 
তার এ ভূষীত সম্মানে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন,নীলফামারী -৩ আসনের এমপি,জলঢাকা প্রেসক্লাবের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা প্রফেসর গোলাম মোস্তফা, সেকসন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা,প্রফেসর আব্দুল গাফফার,নীলফামারী জেলা রিপোটার্স ফোরামের সভাপতি,জলঢাকা প্রেসক্লাবের প্রতিষ্টাতা ও আজীবন সদস্য-মানিক লাল দত্ত,যুগ্ন সম্পাদক আবেদ আলী,সাংবাদিক মর্তুজা ইসলাম,মাইদুল হাসান,ছানোয়ার হোসেন বাদশা, জলঢাকা অনলাইন রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক রমজান আলী সহ “আলোর কণা”পরিচালক ফুরাদ হোসেন,ডাঃ আনোয়ার হোসেন ওবিভিন্ন মহলের গুনীজনরা।
 
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়,জাতীয় কর অঞ্চল এর অধিক্ষেত্রানাধিন সার্কেল -৪ নীলফামারী জেলায় ৩য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে সোমবার রংপুর জেলা পরিষদ,কমিউনিটি সেন্টারে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন,স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা,জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া,রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান। জেলায় ৫ জন কে এ সম্মাননা দেওয়া হয়।
 
/মোসফিকুর রহমান