ঠাকুরগাঁওয়ে মোহনা টিভির ৯ম বর্ষপূর্তি উদযাপন

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০ এএম, রোববার, ১১ নভেম্বর ২০১৮ | ৪৮৩

নানা আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে মোহনা টেলিভিশনের ৯ম বর্ষে পদার্পন অনুষ্ঠান।

রবিবার(১১ নভেম্বর) সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে মোহনা টেলিভিশনের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম ঠাকুরগাঁও এর আয়োজনে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, জেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক ও সাপ্তাহিক বাংলার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক প্রশান্ত কুমার দাস, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল প্রমুখ।

এসময় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিষ্ট ফোরাম এর আহ্বায়ক ফরিদুল ইসলাম রঞ্জু, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, ডেইলী সান পত্রিকার নূর-ই-আলম শাহ,জয়যাত্রা টিভির আরিফুজ্জামান সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করে আনন্দ টিভির জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম সোহাগ।