টাঙ্গাইল-৩ আসনের আ’লীগের মনোনয়ন কিনলেন সাংসদ রানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, শনিবার, ১০ নভেম্বর ২০১৮ | ৬৫৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন কারাবন্দী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা।

শনিবার সকালে তার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র কিনেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিং ও সংসদ সদস্যর এপিএস আসিফ সিদ্দিকী। 

এসময় আরো উপস্থিত ছিলেন সাংসদের পিতা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ এর সদস্য আলহাজ্ব আতোয়ার রহমান খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ রাজীভ, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুনসহ সমর্থকরা।

সাংসদ রানার এপিএস আসিফ সিদ্দিকী মনোনয়ন কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা। তিনি ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসর্মপন করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।