নীলফামারীতে সাহিত্য রসের বইয়ের মোড়ক উন্মোচন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮ | ৫৮১

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের শ্রম কল্যাণ পাবলিক পাঠাগারের সহযোগীতায় ও সাহিত্য সংগঠন ‘সাহিত্য রসের’ আয়োজনে সাহিত্য সম্মেলন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাহিত্য শিখা পরিষদের সভাপতি আজহারুল ইসলাম আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছড়ায় ছড়ায় উৎসবের লেখক ও সম্পাদক আবু আফজাল সালেহ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক,সাহিত্য রস প্রকাশনীর প্রকাশক বিন আরফান,শ্রম কল্যাণ পাবলিক পাঠাগারের সভাপতি তৌফিকুল ইসলাম মিশুক,সাহিত্য রসের সদস্য আব্দুল লতিফ প্রামাণিক প্রমূখ। কবিতা আবৃত্তি করেন তাওয়াবুন নূরে সিদ্দিকা তনুকা,ইতি আরা ও এস কে তপন রায় শ্রাবণ।

অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলেন মাগুড়া দর্জিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুফিয়া আক্তার বিজলী। ছড়ায় ছড়ায় উৎসব বইটির মোড়ক উন্মোচন করা হবে জুমআর নামাজ শেষে। অনুষ্ঠান উপলক্ষে গাড়াগ্রাম ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

/মোসফিকুর রহমান