ঠাকুরগাঁওয়ে ভারতীয় ইয়াবা সহ আটক

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৭ পিএম, বুধবার, ৭ নভেম্বর ২০১৮ | ৪১২

ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ভারতীয় ইয়াবা সহ হামিদুর রহমান (৩৫) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশেরর একটি দল।

মঙ্গলবার (৬ নভেম্বর) মধ্যরাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেলছরা (ঝুলিবস্তি) গ্রাম থেকে মাদক ব্যবসায়ী হামিদুর রহমান (৩৫) কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বালিয়াডাঙ্গী উপজেলার বেলছরা গ্রামের মৃত ফেদি হোসেন এর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বেলছরা এলাকায় অভিযান চালিয়ে বাবুল (৩৫) কে ১০০ পিস ইয়াবা সহ আটক করা হয়।

মাদক ব্যবসায়ী হামিদুর রহমান (৩৫) এর নামে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ০৪/০৭/১১/২০১৮ইং।