সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী তিনদিনের রিমান্ডে


টাঙ্গাইরের মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বিকেলে তাকে ঢাকার সিএমএম কোর্টের বিচারক তোফাজ্জল হোসেনের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন ডিবি পুলিশ। পরে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জর করেন আদালত।
সন্ধায় মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়া এই তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের সভায় যোগ দিতে ঢাকার সোহরাওয়ারদি উদ্যানে যাওয়ার সময় ডিবি পুলিশ আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গ্রেফতার করেন।
সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী ও ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি নির্বাচিত হন।