কলেজ ছাত্রীসহ তিনজনের আকস্মিক মৃত্যুতে শোকের মাতম


কক্সবাজারের চকরিয়া পৌরসভার পূর্ব বাটাখালী ফুলতলা নিবাসী ফেরোজ আহাম্মদ এর প্রথম পুত্র নূরুল কাদের প্রকাশ( লালু মেস্ত্রি) ৫ নভেম্বর রাত ৯:৩০ ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তথ্যমতে, ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন লালু মেস্ত্রি।
৬ নভেম্বর দুপুর ২ টায় লালু মেস্ত্রীর জানাযা সম্পন্ন হয়। মরহুমের জানাযা শেষ করে নিজ বাড়ি ফিরে মরহুমের চাচা চিরিংগা ফুলতলা নিবাসী আকবর আহমদের ৩য় পুত্র কবির আহমদ সওঃ দুপুর ২:৩৫ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।জানাযায়, দীর্ঘদিন যাবত তিনি হার্টের সমস্যায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
এদিকে চকরিয়ায় ভাতিজার দাফন শেষে চাচার মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। চাচা ভাতিজার মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাব, সাংবাদিক সোসাইটি, সাংবাদিক ফোরাম, তৃণমূল সাংবাদিক কল্যাণ ও নির্যাতন প্রতিরোধ সোসাইটিসহ বিভিন্নসংগঠন ও পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
নামাজে জানাজায় অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী জনতা অংশগ্রহণ করেন।
ইফ্ফাত আরা চৌধুরী গত কিছু দিন যাবৎ হৃদরোগের সমস্যায় ভুগ ছিলেন। ৫ নভেম্বর’১৮ইং তারিখে রাত আনুমানিক ১১টার সময়ে হঠাৎ বেশী অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে অনাকাঙ্খীত ভাবে মৃত্যু ঘটে। এসময় ইফ্ফাতের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষণিক নিহতের আত্মীয় স্বজনেরা সহ এলাকার স্বর্বস্থরের মানুষ তাকে এক নজর দেখার জন্যে নিহতের বাড়িতে ভীড় জমান।
কলেজ ছাত্রী ইফ্ফাত আরা চৌধুরীর অকাল মৃত্যুতে তাদের পরিবারের জামাতা সাংবাদিক মোঃ নাজমুল সাঈদ সোহেল সহ তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, নিহত ইফ্ফাত আরা চৌধুরী বান্দরবান সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সাবেক এম পি প্রার্থী মরহুম বদরুল হক চৌধুরীর ছোট ভাই মরহুম আবু তাহের চৌধুরীর কনিষ্ঠ কন্যা। বদরুল হক চৌধুরীর জৈষ্ঠ পুত্র সাইফুল হক চৌধুরী তাঁহার পরিবারের পক্ষ থেকে ছোট বোন ইফ্ফাতের জন্যে সকলের কাছে দোয়া কামনা করেন।