ঠাকুরগাঁওয়ে স্কুলের

একাডেমিক ভবন ও রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৪ পিএম, রোববার, ৪ নভেম্বর ২০১৮ | ৪৮২

ঠাকুরগাঁওয়ের পাটিয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ও রাজারামপুর হতে দারাজগাও যাওয়ার রাস্থা পাকাকরন কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে।

রবিবার (০৪ নভেম্বর) বিকাল ৩টায় পাটিয়াডাংগী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাজাগাও ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: মোশারুল ইসলাম সরকারের সভাপতিত্বে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে অন্য কোন সরকারের আমলে এ রকম উন্নয়ন হয়নি। আজকে ১০ টাকা কেজি দরে হত দরিদ্রদের মাঝে চাল দিচ্ছে। আগামী ১০ নভেম্বর হতে ঢাকা-পঞ্চগড়-ঢাকা আন্ত:নগর ট্রেন চলবে। তিনি এ সরকারের আরো বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করেন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম সপন, সদর উপজেলা শিক্ষা প্রকৌশলী বেলাল হোসেন, জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র নাথ ঝাঁ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ এপোলো, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ছানোয়ার পারভেজ পুলক, রুহিয়া থানা সেচ্ছাসেবকলীগের আহবায়ক বাশারুল ইসলাম সোহেল, রুহিয়া থানা ছাত্রলীগের আহবায়ক মো: আরিফ হোসেন, পাটিয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরে আলম সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিশাল এ জনসভায় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রাজাগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: খাদেমুল ইসলাম।