বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর প্রথম পূনর্মিলনী


বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর প্রথম পূনর্মিলনী অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) মেজর জেনারেল (অব) মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যায় মাঠে এ অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন, প্রর্থনা সঙ্গীত ও জাতীয় সঙ্গীত পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন।
বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর সিনিয়র সহ-সভাপতি ও ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ শামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ আমিন শরিফ শুপন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুল মমিন খান, রোভার অঞ্চল ঢাকার সহ-সভাপতি এম এ বারী, সন্তোষ কুমার চৌধুরী, সম্পাদক এ কে এম সেলিম চৌধুরী, যুগ্ম সম্পাদক খান মঈনুদ্দিন সোহেল, সরকারী কুমুদিনী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফা রাজিয়া, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ।
বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা রোভার স্কাউটের কমিশনার মোঃ জামাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল ইসলাম, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ মো: রেনুবর রহমান, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ খান, সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি তাপস শুত্রধর, ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ সাইদ বাছিদ, গার্ল ইন সিনিয়র রোভার মেট প্রতিনিধি সীমা, সিনিয়র রোভার মেট প্রতিনিধি জয়কান্ত দত্ত প্রমুখ।
বাসাইল এমদাদ হামিদিয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে আজীবন ও দাতা সদস্যসহ রোবার মেটদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভারদের অংশ গ্রহনে সংগীত, অভিনয় ও নৃত্য পরিবেশিত হয়।