মধুপুরের বিএডিসি খামারে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার এই শ্লোগানে বাংলাদেশ কৃষি বিভাগ কৃষিখাতে গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ২৪ টি খামারের মধ্যে টাঙ্গাইলের মধুপুর বিএডিসি খামারটি অন্যতম ভাবে বীজ উৎপাদন করে যাচ্ছে। উপ-পরিচালক সঞ্জয় রায় অক্লান্ত চেষ্টা চালিয়ে বীজ উৎপাদন বাড়িয়ে নিয়ে যাচ্ছেন এই খামারে।
মধুপুর বি এডিসি খামারে দিগন্ত জোড়া ফসলের মাঠে দুল খাচ্ছে সোনালী ধান। এবার মধুপুর বিএডিসি খামারে ২শ’১০একর জমিতে আমন বীজ কার্যক্রম চলমান আছে। তারা ২শ’ ১০ একর জমিতে ৩শ’৩৭.৫ মেট্রিকটন আমন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই বিনা-৭ জাতের ধান বীজ ফসল কর্তন শুরু করেছে। এবং কিছু পরিপাক্ক ও মুর্ছা(কাইছ থোর) অবস্থায় ক্ষেতে রয়েছে।
মধুপুর বিএডিসি খামারের উপ-পরিচালক সঞ্জয় রায় জানান, টাঙ্গাইলের মধুপুর আনারসের জন্য বিখ্যাত হলেও পাশাপাশি এখন পাহাড়ী লাল মাটিতে কৃষকেরা এই মধুপুর বিএডিসির উৎপাদিত মানসর্ম্পূণ বীজ দিয়ে ফসল ফলিয়ে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে।
এবার মধুপুর বিএডিসি খাবার ১০ টি আমন জাতের বীজ উৎপাদন শুরু করতে যাচ্ছে।
জনপ্রিয় বি-ধান ৪৯,বি-ধান ৫২ সুগন্ধী বি-ধান-৩৪ সহ বিভিন্ন জাতের ধান বীজ চাষ শুরু করেছি। এবার আবহাওয়া অনূকুলে থাকায় লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।
কৃষকদের উদ্দেশ্যে তিনি অরো বলেন যদি বিএডিসি’র ভিত্তি প্রতায়িত মানসর্ম্পূণ বীজ ব্যবহার করলে এমনিতেই ১৫ থেকে ২০% বৃদ্ধি পাবে।