মির্জাপুর গোল্ডকাপ ফুটবলে ডিএ তায়েব ক্লাব জয়ী

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮ | ৪৭৯

মির্জাপুর গোল্ডকাপ ফুটবলে ডিএ তায়েব ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে মির্জাপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফাইনালে ডিএ তায়েব ক্লাব ৪-১ গোলে গাজিপুরের মৌচাক ক্লাবকে পরাজিত করে।

মির্জাপুরের শেখ রাসেল স্মৃতি পরিষদ মাসব্যাপি এই পুর্ণামেন্টের আয়োজন করে। লীগ পর্যায় ১৬ টি দল টুর্ণামেন্টে অংশ নেয়।

বিকেল চারটায় এই ফাইনাল খেলার উদ্বোধন করেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন।এসময় উপস্থিত ছিলেন অভিনেতা পুলিশ কর্মকর্তা ডিএ তায়েব, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক, সাবেক সিভিল সার্জন ডা. মো. আনিসূর রহমান, অভিনেতা আবজাল শরীফ, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন শেখ রাসেল স্মৃতি পরিষদ সভাপতি শেখ রাসেল হাসান রকি প্রমুখ।

খেলা শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন।