ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭ এএম, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮ | ৪৫৮

ঝিনাইদহের নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলার বাসুদেবপুর বাজার এলাকার নদী থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, দুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে লাশের সন্ধান পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে।

লাশটি ৩ থেকে ৪ মাস আগের বলে ধারণা তার। লাশের ডিএনএ পরীক্ষা করার জন্য নমুনা ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।