মির্জাপুরে দোকান কর্মচারী খুন, আটক ১


মির্জাপুরে শাকিল মিয়া (২২) নামে এক দোকান কর্মচারী খুন হয়েছেন। তার বাড়ি উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামে। পিতার নাম নাসির উদ্দিন।
শাকিল উপজেলা সদরের মসজিদ মার্কেটের জাকির ব্রাদার্স নামে একটি কাপড়ের দোকানে কর্মচারী ছিলেন।ঘটনার সঙ্গে জড়ীত থাকার অভিযোগে পুলিশ রাসেল নামে এক যুবককে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শাকিল প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধায় দোকান থেকে বাড়িতে যান। রাতের খাবার খেয়ে ঘুমাতেও যান। রাত আনুমানিক দশটার দিকে তার ফোনে কল আসলে সে বাড়ির বাইরে যান। এরপর বৃহস্পতিবার বিকেলে বাইমাইল চকের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে তার বাবা নাসির উদ্দিন মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পার্শ্ববর্তী ধেরুয়া গ্রামের রাসেল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মামরার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পায়ের রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে শাকিলকে হত্যা করা হয়েছে।