সাংস্কৃতির মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শিত

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৩ পিএম, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮ | ৫৪৮

জাতীয় সাংস্কৃতিক উৎসব টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনব্যাপি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসাটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরের মুক্তির মঞ্চের সামনে থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।

বিকেলে মুক্তির মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পকলা একাডেমির শিল্পি এবং ছ্যানেল আইয়ের শিল্পিরা সংগিত পরিবেশন করেন।

এর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভুমি ) আজগর হোসেন প্রমুখ।

দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে দুটি স্টল থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্য প্রদর্শিত হয়।সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনসাধারণের সামনে তুলে ধরা হয় বলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক জানিয়েছেন।