যুব সমাজ আগামী ভবিষ্যৎ -ছানোয়ার হোসেন

নিজস্ব প্রতিবদেক
প্রকাশিত: ০৬:১২ পিএম, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭ | ৮৮২

টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আর যাতে যুবকদের মাদ্রক গ্রাস না করতে পারে সেজন্য আপনাদের বেশি বেশি করে ইভেন এর আয়োজন করতে হবে।

লেখাপড়ার পাশাপাশি যুবকদের বিনোদনে মনোনিবেশ করতে হবে। তাহলে যুব সমাজ নেশার কবল থেকে রক্ষা পাবে। গ্রাম বাংলার ঐতিহ্য খেলা হচ্ছে হা-ডু-ডু খেলা ।

আজ এ খেলা প্রায় বিলুপ্ত পথে, তাই আমি কাজিপুর ক্লাবকে সাধু বাদ জানাই এ খেলা আয়োজন করার জন্য। আব্দুর রাজ্জাক রতন এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি বক্তবের তিনি এ সব কথা বলেন।

আজ শুক্রবার ৩.৩০ মিনিটে কাজিপুর ক্লাব মাঠে এক বিশাল হা-ডু-ডু খেলা আয়োজন করা হয়।

উক্ত খেলায় বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন জামিলুর রহমান মিরন মেয়র টাঙ্গাইল পৌরসভার,এম এ রৌফ সাধারন সম্পাদক শহর আওয়ামীলীগ টাঙ্গাইল,নাজমুল হুদা নবীন যুগ্ম সাধারন সম্পাদক শহর আওয়ামীলীগ টাঙ্গাইল,আব্দুল মালেক সরকার কাউন্সিলর ১০নং ওয়ার্ড, মোঃ শওকত হোসেন সহ-সভাপতি বাংলাদেম সরকারি কর্মচারী ফেডারেশন,কেন্দ্রীয় কমিটি ঢাকা ও ওয়ার্ড আওয়ামীলীগের সকল নেত্ববৃন্দ।

অনুষ্টানটি সঞ্চালন করেন রস্তম আলী। খেলায় লাল ও হলুদ দল অংশগ্রহন করেন।

লাল দল বিজয়ী হন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারন করা হয়।