মধুপুরে পর্ণোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতনের দায়ে আটক ২


টাঙ্গাইলের মধুপুরে সপ্তম শ্রেণীর এক কিশোরীর শ্লীলতাহানী করা ও সে মুহূর্তের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকির অভিযোগে ২ জনকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনায় ওই কিশোরীর মায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সাত জনের দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো- মধুপুর পৌর শহরের মাস্টার পাড়ার আ. হালিমের ছেলে মমিনুল ইসলাম (১৮), মালাউড়ী গ্রামের আক্তার হোসেনের ছেলে শহিদুল ইসলাম সজিব (১৯)।
কিশোরীর মা থানায় লিখিত অভিযোগে জানান, আটক ২ জন ছাড়াও মালাউড়ীর আনোয়ার হোসেনের ছেলে বাবু (৩০), হযরত আলীর ছেলে মোস্তফা (২৫), আ. গফুরের ছেলে সুজন মিয়া (৩৫), মতিউর রহমানের ছেলে সাকিল (২৪) ও হারুনুর রশিদের ছেলে সুজন (৩০) রাস্তাঘাটে তার কিশোরী মেয়েকে উত্ত্যক্ত করতো। গত ২০ অক্টোবর বাড়িতে একা পেয়ে তারা জোর করে তার মেয়ের শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এ সময় ওই দৃশ্য মোবাইলে ধারণ করে পরে পরিবারটির কাছে অর্থ দাবী করে তারা। অন্যথায় ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় ওই তারা।
মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে মামলা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।