বাল্য বিবাহ নিরোধ ও কন্যা শিশু দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে
কালিহাতীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে বাল্য বিবাহ নিরোধ ও কন্যা শিশু দিবস উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ছেলের বয়স ২১, মেয়ের বয়স ১৮ এর আগে নয় বিয়ে কারো” ও কন্যা শিশুর জাগরণ’ আনবে দেশে উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য্যালয়ের আয়োজনে র্যালীতে অংশ গ্রহন করেন,
কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, উপজেলা নাগরিক উদ্যোগের এরিয়া ম্যানেজার ফজিলা আক্তার লিলি, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ,
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অফিসার রাজিয়া খাতুন প্রমুখ।
র্যালীটি উপজেলা চত্তর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ”ত্তরে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।