১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, রোববার, ২১ অক্টোবর ২০১৮ | ৪৭০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আগামী ১ নভেম্বর সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের দিনক্ষণ নির্ধারণ করবে ইসি।

রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, সাক্ষাতের জন্য নির্বাচন কমিশন সময় চেয়েছিল। ওইদিন বিকাল ৪টায় সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এদিকে রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৩৭তম সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এরপর তফসিল নিয়ে বৈঠক করবে ইসি। বৈঠকের পর তফসিলের দিনক্ষণ ঘোষণা করা হবে।